• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ডেঙ্গি মোকাবিলায় তৎপর যোগী সরকার।

উত্তরপ্রদেশ:- বর্ষার মাঝামাঝি সময় থেকে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই তৎপর হয়েছে যোগী সরকার। সেকারণে আগে থেকেই রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরিস্থিতি পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ। মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে ডেঙ্গি চিকিৎসার কি কি ব্যবস্থা রয়েছে সেগুলি খতিয়ে দেখেন তিনি। সূত্রের খবর, জানা গিয়েছে, মোরাদাবাদ, কানপুর, লখনউ এবং গৌতমবুদ্ধ নগরে ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু

উত্তরপ্রদেশ:- বর্ষার মাঝামাঝি সময় থেকে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই তৎপর হয়েছে যোগী সরকার। সেকারণে আগে থেকেই রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরিস্থিতি পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ। মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে ডেঙ্গি চিকিৎসার কি কি ব্যবস্থা রয়েছে সেগুলি খতিয়ে দেখেন তিনি। সূত্রের খবর, জানা গিয়েছে, মোরাদাবাদ, কানপুর, লখনউ এবং গৌতমবুদ্ধ নগরে ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। সেকারণে পরিস্থিতি আগে থেকে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। একাধিক জায়গায় থেকে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি রাজ্যের মেডিক্যাল কলেজ গুলিতে ডেঙ্গি চিকিৎসা পরিষেবার পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন তিনি। জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত রোগীরা যাতে হাসপাতালে বেড পান সেকারণে সংক্রমণ ছড়ানো হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। দ্রুত যাতে ডেঙ্গি পরীক্ষার ফলাফল রোগীরা হাতে পান সেদিকেও নজর দিয়েছেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে জানা গিয়েছে, যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন যাঁদের আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তাঁরা যেন ডেঙ্গি চিকিৎসায় আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পান সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের একাধিক জেলায় মশা নিধন অভিযান শুরু করা হয়েছে। সূত্রের খবর, শামলি, মৌ, মহারাজগঞ্জ, সম্বল জেলার পাশাপাশি মইনপুর, কাশগঞ্জ, হামিরপুর, হাথরাসেও চলছে মশা নিধন অভিযান। বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। যাতে তাঁরা ডেঙ্গি সংক্রমণ নিয়ে সচেতন হতে পারেন সেজন্য জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছে যোগী সরকার।