শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নের বার্তা যোগী আদিত্যনাথের।

উত্তরপ্রদেশ:- শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নের বার্তা যোগী আদিত্যনাথের। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, শিক্ষকরা যেন স্কুল শুরুর ১৫ মিনিট আগে নিজেদের স্কুলে আসেন এবং কীভাবে শিক্ষার পদ্ধতি আরও উন্নত করা যায় তার ভাবনা চিন্তা করা উচিত। মর্নিং অ্যাসেম্বলিকে স্কুলের কারিকুলামের আওতায় আনার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন শিক্ষক-শিক্ষিকারা স্কুল শুরুর ১৫ মিনিট আগে এলে অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করার সময় পাবেন। গতকাল শিক্ষক দিবস উপলক্ষ্যে যোগী সরকারের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। তাতে ৭৫টি প্রাথমিক স্কুল এবং ১৯টি সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তিনি বলেছেন আগে শিক্ষকদের কম বেতন দেওয়া হতো। তাঁরা সীমিত সময় কাজ করতেন। কিন্তু এখন সময় এবং পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে। এখন ছাত্রছাত্রীদের মানসিক গঠনেও উদ্যোগী হতে হবে শিক্ষকদের। তাই আরও বেশি করে এই নিয়ে ভাবনাচিন্তা করা জরুরি। শিক্ষক দিবসে ৯৪ জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন যোগী আদিত্যনাথ। এদিন যোগী সরকারের পক্ষ থেকে ৯৪ জন শিক্ষককে সাল-সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষক দিবসের দিন থেকেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিকে ট্যাবলেট দেওয়ার কর্মসূচি শুরু করেছিলেন তিনি। ২.০৯ লক্ষ ট্যাবলেট রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ। শিক্ষক দিবসের দিন থেকে সেই প্রকল্পের সূচনা করলেন তিনি। সেই সঙ্গে ১৮ হাজারের বেশি স্মার্ট ক্লাসরুমেরও উদ্বোধন করেন তিনি।