রাজ্যে প্রবীণাদের জন্য বড় ঘোষণা যোগী আদিত্যনাথের।

উত্তরপ্রদেশ:- রাজ্যে প্রবীণাদের জন্য বড় ঘোষণা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সূত্রের খবর, এবার থেকে রাজ্যের ষাট বছরের বেশি মহিলারা উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। জানা গিয়েছে, সরকারের থেকে নতুন বাস কিনতে একশো কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। সূত্রের খবর, উত্তর প্রদেশের পরিবহণমন্ত্রী দয়াশঙ্কর সিং জানিয়েছেন, এই প্রকল্পের জন্য বছরে অতিরিক্ত আড়াইশো থেকে তিনশো কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। এই ব্যবস্থার জন্য প্রতিদিন প্রায় পঁচাশি হাজার মহিলা উপকৃত হবেন। জানা গিয়েছে, এর আগে সরকারের তরফে ২০২২-এর ১৩ মার্চ থেকে ২০২৩-এর ২০ মার্চের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায় প্রতিদিন গড়ে প্রায় তিনলক্ষ পঁচাত্তর হাজার মহিলা যাত্রী উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে ভ্রমণ করে থাাকেন। এঁদের মধ্যে অন্তত ৯০ হাজারের মতো মহিলার বয়স ষাট বছরের বেশি। সূত্রের খবর, উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন সরকারের এই প্রস্তাবে রাজি না হলেও, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে উত্তর প্রদেশ সরকার এমন অনেক পদক্ষেপই গ্রহণ করেছে। উল্লেখ্য, এই বছরের অগাস্টে রাখি বন্ধন উপলক্ষে যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিল।