উত্তরপ্রদেশ:- শিশুদের জন্যে হট কুকড মিল স্কিম চালু করলেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, শুধু তাই নয়, ৪০৩ কোটি টাকা ব্যয়ে ৩৪০১ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং জিডিএর ১১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সম্প্রতি অযোধ্যা সফরে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর সেখানেই একটি ছোটদের স্কুলে যান। আর সেখান থেকে শিশুদের জন্যে নতুন হট কুকড মিল পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ৭৫ টি জেলায় নতুন এই পরিষেবার সুবিধা পাবেন শিশুরা। সূত্রের খবর, জানা গিয়েছে, প্রকল্পের অধীনে রাজ্যের ১.৮৯ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রেজিস্টার ৮০ লক্ষেরও বেশি শিশুকে রান্না করা খাবার দেওয়া হবে। আর তা দেওয়া হবে সম্পূর্ণ গরম। যা তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের পুষ্টিতে সাহায্য করবে বলে মনে করছেন যোগী সরকার। অন্যদিকে ৩৪০১ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং জিডিএর ১১৬টি উন্নয়ন প্রকল্পগুলিকে দ্রুত শেষ করার জন্যে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, তিনি বলেন, এই স্কিমের মাধ্যমে চেষ্টা করেছেন যে রাজ্যের সমস্ত জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নিজস্ব ভবন তৈরি হোক। যাতে ভবিষ্যতে সরকার প্রাক-প্রাথমিক ব্যবস্থা শুরু করতে পারে। ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। প্রাথমিক স্কুলগুলিকে ঢেলে সাজানো হচ্ছে। তৈরি হচ্ছে স্মার্ট ক্লাসরুম। এবার আরও বড় উদ্যোগ যোগী সরকারের। সকলেই জানি, সাধারণ মানুষের মাঝে মিশে যান যোগী আদিত্যনাথ। তাঁদের সঙ্গে কথা বলে অভাব অভিযোগ জানার চেষ্টা করেন। এমনকি বিশেষ জনতা দরবারেরও মানুষের মুখোমুখি হয়ে কথা শোনেন। সঙ্গে সঙ্গেই অভিযোগ মেটানোর চেষ্টা করেন। তেমনই অযোধ্যার একটি স্কুলে শিশুদের সঙ্গে মিশে যেতে দেখা গেল যোগী আদিত্যনাথকেও। শিশুদের সঙ্গে বললেন কথা। এমনকি তাঁদের প্রয়োজনের কথাও শুনে নিলেন।