উত্তরপ্রদেশে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ:- উত্তরপ্রদেশের কৃষি কাজের উন্নয়নেও মন দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি নতুন কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছেন। উত্তর প্রদেশের কুশীনগরে তৈরি করা হবে কৃষি বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই সেখানে জায়গা চিহ্নিত করা হয়ে গিয়েছে। সূত্রের খবর, গোরক্ষপুরে মহাযোগী কৃষি বিজ্ঞান মন্দির উদ্বোধন করতে গিয়ে যোগী আদিত্যনাথ এই নতুন কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছেন। কৃষিকাজের মাধ্যমে যে কর্মসংস্থান তৈরি হতে পারে, সেই সুযোগ তৈরি করতেই রাজ্যে নতুন নতুন কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির কথা ভাবছে যোগী সরকার। উত্তর প্রদেশের কৃষকদের উন্নয়নে একাধিক কাজ করেছেন যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ফসল বিক্রি করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। সরকার বেশি দামে কৃষকদের কাছ থেকে ফসল কিনে নিচ্ছে। এমনকী কৃষকরা যাতে কোনও ভাবে মহাজনদের চড়া সুদের স্বীকার না হয় সেদিকেও নজর রেখেছে যোগী সরকার। ফসলে ক্ষতি হলে কৃষকদের জন্য সরকারের তরফে ফসল বিমা করে দেওয়া হচ্ছে। রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধিতে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করার কথা বলেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই দেশের কৃষকদের আয় বাড়ানোর কথা বলেছিলেন। সেই পথেই এগোচ্ছে যোগী সরকার। সূত্রের খবর, বিজ্ঞানসম্মত উপায়ে চাষের পদ্ধতি জানতে হলে পড়াশোনা করতে হবে কৃষিকাজ নিয়ে সেকারণে রাজ্যে আরও বেশি করে কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির উপরে জোর দিয়েছেন আদিত্যনাথ যোগী।