প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলিতে প্রযুক্তিগত উন্নয়নের নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ:- উন্নয়নে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলিকে কড়া নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, তিনি বলেছন রাজ্যের প্রযুক্তিগত উন্নয়ন করতে হলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠ্যসূচিতে বদল আনতে হবে। আরও আধুনিক প্রযুক্তিবিদ্যা নির্ভর করতে হবে পাঠ্য। ছাত্রদের প্রযুক্তিগত দিকে দক্ষ করে গড়ে তুলতে নতুন নতুন বিষয় পাঠ্য সূচিতে যুক্ত করতে হবে। এমনই বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি আরও জানান, রাজ্যের আধুনিকীকরণে প্রযুক্তির বড় গুরুত্ব রয়েছে। সেকারণে পাঠ্যের পরিবর্তন করাও জরুরি। রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে চাইছেন যোগী আদিত্যনাথ। সেকারণে পরিকাঠামো গত উন্নয়নের পাশাপাশি রাজ্যের যুবকদেরও প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তুলতে চাইছেন তিনি। তিনি বলেছেন, ২০১৭ সালের আগে পর্যন্ত উত্তর প্রদেশে মাত্র ২টি সাইবার স্টেশন ছিল। এখন সেই সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এখন প্রতি জেলাতে সাইবার পুলিশ স্টেশন তৈরি হয়েছে।  সেকারণে প্রযুক্তিগত শিক্ষার আধুনিকীকরণ জরুরি বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ১২ কোটি টাকা খরচ করে যোগী সরকার রাজ্যের মদন মোহন মালব্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন তৈরি করেছেন। তার উদ্বোধনে এসেই তিনি এই বার্তা দিয়েছেন। গোটা দেশের সঙ্গে তালমিলিয়ে চলতে গেলে প্রযুক্তিগত উন্নয়ন করা জরুরি বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্যে যে শিল্পগুলি আসছে সেগুলির জন্যও প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন বলে বার্তা দিয়েছেন তিনি।