ফের প্রথম কুড়িতে ধনকুবের আদানি
সম্পত্তি দৈনিক বেড়েছে ৫০ হাজার কোটি মুম্বই, ২৯ নভেম্বর– সম্প্রতি তার ব্যবসা-সম্পতি নিয়ে বিতর্কের শেষ নেই দুনিয়া জুড়ে৷ নিউ ইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের শেয়ারে৷ কিন্তু সেই সব বিতর্ককে পেছনে ফেলে ফের এগিয়ে এলেন গৌতম আদানি৷ একসময় ছিটকে গিয়েছিলেন বিশ্বের ধনকুবেরদের সেরা কুডি়র তালিকা থেকেও৷ কিন্তু ফের