দেরাদুন , ২৯ নভেম্বর – উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে টানা ১৭ দিন আটকে থাকার পর পুনর্জন্ম হয়েছে ৪১ জন শ্রমিকের। আপাত দৃষ্টিতে তাঁরা সকলেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঋষিকেশের এইমস-এ ভর্তি করা হয়েছে। তবে দীর্ঘ দিন ধরে টানেলে আটকে থাকার কারণে তাঁদের মনের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি শ্রমিকদের জন্য বেশ কিছু ঘোষণা করেছেন। ৪১ জন শ্রমিকের প্রত্যেককে এক লক্ষ টাকা করে দেবে উত্তরাখণ্ড প্রশাসন। পাশাপাশি তাঁরা ১৫ থেকে ২০ দিন ছুটি নিয়ে বাড়ি যেতে পারবেন।