• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মাতৃত্বে অফিসারদের সমান-সমান মহিলা জওয়ানরাও

দিল্লি, ৬ নভেম্বর– মাতৃত্বের প্রশ্নে এবার মহিলা জনওয়ান ও অফিসারদের একই শ্রেণীতে ফেলা হল৷ অর্থাৎ এবার থেকে উর্ধ্বতন কর্তাদের মতোই মতোই মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা জওয়ানরাও৷ শুধু মাতৃত্বে নয়, শিশুর যত্ন এবং দত্তক নেওয়াতেও মিলবে ছুটি৷ এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ মনে করা হচ্ছে, এই নতুন নিয়মের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে সমস্ত পদের

দিল্লি, ৬ নভেম্বর– মাতৃত্বের প্রশ্নে এবার মহিলা জনওয়ান ও অফিসারদের একই শ্রেণীতে ফেলা হল৷ অর্থাৎ এবার থেকে উর্ধ্বতন কর্তাদের মতোই মতোই মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা জওয়ানরাও৷ শুধু মাতৃত্বে নয়, শিশুর যত্ন এবং দত্তক নেওয়াতেও মিলবে ছুটি৷ এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
মনে করা হচ্ছে, এই নতুন নিয়মের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে সমস্ত পদের মহিলা কর্মীদের মধ্যে সমতা আসবে৷ পাশাপাশি এই সুবিধাগুলো অফিসারদের সঙ্গে জওয়ানদের সমতা তৈরি করবে৷ ছুটির নিয়মের সম্প্রসারণ সামরিক বাহিনীতে কর্মরত মহিলাদের জন্য প্রাসঙ্গিক পারিবারিক এবং সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করতে সাহায্য করবে এবং তাঁদের কাজের মানসিকতার উন্নতিতে প্রভাব ফেলবে বলে৷
এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক টুইটবার্তায় বলা হয়েছে, ‘সশস্ত্র বাহিনীতে স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা কর্মীদের জন্য মাতৃত্ব, শিশুর যত্ন এবং দত্তক নেওয়ার নিয়মগুলোকে অফিসারদের সমতুল্য ভাবে বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে৷ নিয়ম জারি করার সঙ্গে সঙ্গে, সামরিক বাহিনীতে সমস্ত মহিলাদের জন্য এই ধরনের ছুটি মঞ্জুরি, তা একজন অফিসার বা অন্য যে কোনও পদের হোক না কেন, সমানভাবে প্রযোজ্য হবে৷’ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তটি সশস্ত্র বাহিনীতে সকল পদের সব মহিলাদের মধ্যে সামঞ্জস্য আনবে৷ এটি সামরিক বাহিনীতে মহিলাদের কাজের অবস্থার উন্নতি ঘটাবে এবং তাঁদের পেশাদার ও পারিবারিক জীবনের ক্ষেত্রে আরও ভালোভাবে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে৷