খড়্গপুরের কাছে হিজলি স্টেশন থেকে দিল্লির ট্রেনে উঠেছিলেন ওই মহিলা যাত্রী। রেল পুলিশ জানিয়েছে, তাঁর নাম দেবী চন্দ্র এবং তিনি পুণের বাসিন্দা। হিজলিতে এসেছিলেন নাগাল্যান্ড থেকে। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ওই মহিলার খোঁজে তল্লাশি চালায় নীলাচল এক্সপ্রেসে। টাটানগরের কাছে তাকে খুঁজে বের করে গ্রেফতার করে। পুলিশকে ওই মহিলা জানিয়েছে, নাগাল্যান্ড থেকেই ওই বাক্সভর্তি সরীসৃপ এবং পোকামাকড় নিয়ে আসছিলেন তিনি।
সোমবার ঝাড়খণ্ডের টাটানগরে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। মহিলা পুলিশকে জানিয়েছে, ওই সাপের প্রজাতির বিষয়ে প্রায় কিছুই জানেন না। আট হাজার টাকার বিনিময়ে তিনি শুধু মাত্র ওই বিষধরগুলিকে বয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন। তাঁকে ওই বিরল প্রজাতির প্রাণী সরবরাহ করার দায়িত্ব দিয়েছিলেন নাগাল্যান্ডের এক ব্যক্তি।