মুম্বাই, ২৮ নভেম্বর– কোনও মহিলা মোটা বা স্থূলকায় হওয়া সত্ত্বেও কী করে পশ্চিমি পোশাক পরতে পারেন? গোয়ায় ভারতের ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি সভায় বক্তৃতা করার সময় এমনই বলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ।
তিনি বলেন, ভারতীয় মহিলারা ঘাঘরা-চোলি বা শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে বিয়ের জন্য পশ্চিমি পোশাক বা গাউন কেন পরেন? আশার মতে, ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য এই বিষয়টি ‘খুব দুঃখজনক’।
আশা বলেন, “সব কিছু বদলে গিয়েছে। আমি জানি না, কেন পশ্চিমি সভ্যতার প্রতি আমাদের এত মোহ! গাউন পরে বিয়েবাড়িতে আসছেন মহিলারা। আমাদের কাছে ঘাঘরা-চোলি, সালোয়ার-কামিজ এবং শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাক রয়েছে। সেগুলো পরুন।’’
তিনি যোগ করেন, ‘‘কেন মহিলারা ভারতীয় পোশাক পরেন না? শুধু এখনকার নায়িকারা পরেন বলে? পর্দায় অভিনেত্রীরা যা পোশাক পরেন, এখনকার মেয়েরা সেটাই পরতে চায়। সে মেয়ে যদি মোটাও হয়, তবুও তিনি ওই পোশাকই পরতে চান। সব কিছুর পশ্চিমিকরণ দেখে আমার কষ্ট হয়। আমাদের এত ভাল সংস্কৃতি, নৃত্য এবং সঙ্গীত রয়েছে যা পপ সংস্কৃতিতে হার মানাবে।’’