কলকাতা, ৮ জানুয়ারি — নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই জাঁকিয়ে শীত পড়েছে বাংলায় । পারদ পতনে নয়া রেকর্ড গড়েছে কলকাতাও। দু’দিন আগেও ৯-১০ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। নতুন বছরের শুরুতেই যেভাবে দাপুটে ব্যাটিং শুরু করেছিল শীত, তাতে পরিষ্কার বোঝা গিয়েছিল ঠান্ডা সহজে ক্রিজ ছাড়বে না। আবহাওয়া দফতরের রবিবারের আপডেটও সেই ইঙ্গিতই দিচ্ছে।দফতর সূত্রে খবর, রবিবার শীতের আমেজ ভালই অনুভূত হবে গোটা রাজ্যজুড়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ ২২.১ ডিগ্রি সেন্টিগ্রেড। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। শীত বজায় থাকবে উত্তরেও। আগামী আরও পাঁচদিন এভাবেই শীতের ঝোড়ো ব্যাটিং চলবে এ রাজ্যে। ফলত বলাই চলে যে, পৌষ সংক্রান্তির আগে এই হাড় কাঁপানো শীত বিদায়ের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ এ মরশুমের শীতলতম দিন। ভোর থেকে সকাল অবধি সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও কম থাকবে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে বলে জানা গেছে। আগামী দু-তিনদিন এই পরিস্থিতির পরিবর্তন হবে না বলেই মনে করছে হাওয়া অফিস।