পশ্চিমবঙ্গের ৮৬% পুরুষ বন্ধ্যত্বের শিকার, বলছে সমীক্ষা
কলকাতা ,৩০ নভেম্বর — সাধারণত বন্ধত্বের জন্য মহিলাদের বেশি দায়ী করা হয়।সমীক্ষা বলছে, ২০১৮ থেকে ২০২১ সাল অবধি পশ্চিমবঙ্গের অনেক দম্পতি বন্ধ্যত্বের সমস্যা নিয়ে ডাক্তার দেখিয়েছেন।গবেষণায় দেখা যাচ্ছে, যেভাবে জীবনযাপনে অসংযম, নেশার প্রকোপ ও নানাবিধ অসুখবিসুখ বাড়ছে তাতে এ রাজ্যেরই ৮৬ শতাংশ পুরুষের বন্ধ্যত্বের ঝুঁকি রয়েছে।স্পার্ম কাউন্ট কমছে।বন্ধ্যত্বের শিকার হচ্ছে পুরুষরা। সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের