• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

কলমধারী ও বন্দুকধারী দুই নকশালবাদীই দেশের জন্য ভয়ঙ্কর : মোদি 

দিল্লি,২৮ অক্টোবর– ফের মোদির নিশানায় নকশালপন্থীরা। তবে এবার নকশাল বলতে শুধু বন্দুকধারী নয় কলমধারীদেরও চিহ্নিত করেছেন মোদি। প্রধানমন্ত্রী শুক্রবার বলেছেন, কলমধারী এবং বন্দুকধারী, দু’ধরনের নকশালবাদীই দেশের জন্য ভয়ঙ্কর। এদের পরাজিত করতেই হবে।মনে করা হচ্ছে শহুরে নকশালদের নিশানা করতেই তিনি কলমওয়ালা নকশালবাদী শব্দটি ব্যবহার করেছেন।ভাষণে বেশি আক্রমণ করেছেন কলমধারীদেরই। প্রধানমন্ত্রীর মুখে নকশালদের সম্পর্কে কলমধারী ও বন্দুকধারী

দিল্লি,২৮ অক্টোবর– ফের মোদির নিশানায় নকশালপন্থীরা। তবে এবার নকশাল বলতে শুধু বন্দুকধারী নয় কলমধারীদেরও চিহ্নিত করেছেন মোদি। প্রধানমন্ত্রী শুক্রবার বলেছেন, কলমধারী এবং বন্দুকধারী, দু’ধরনের নকশালবাদীই দেশের জন্য ভয়ঙ্কর। এদের পরাজিত করতেই হবে।মনে করা হচ্ছে শহুরে নকশালদের নিশানা করতেই তিনি কলমওয়ালা নকশালবাদী শব্দটি ব্যবহার করেছেন।ভাষণে বেশি আক্রমণ করেছেন কলমধারীদেরই।

প্রধানমন্ত্রীর মুখে নকশালদের সম্পর্কে কলমধারী ও বন্দুকধারী (মোদীর ভাষায়-কলমওয়ালা ও বন্দুকওয়ালা) শব্দ দুটি নতুন। 

হরিয়ানার সুরজকুণ্ডে গতকাল থেকে শুরু হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দু’দিনের চিন্তন শিবির। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক আয়োজিত এই শিবিরে শুক্রুবার দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে দেশের নিরাপত্তা, শান্তি, অখণ্ডতা রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে নকশালবাদীদের আক্রমণ করেন মোদি।সাম্প্রতিককালে একাধিক ভাষণে প্রধানমন্ত্রী নিশানা করেছেন নকশালীপন্থীদের।

এদিন তিনি বলেন, নকশালবাদীরা যুব সমাজের মধ্যে দেশ সম্পর্কে অশ্রদ্ধা, সমাজের মধ্যে বিভেদ উস্কে দিচ্ছে। এদের একদল বন্দুকধারী। আর একদল কলমধারী। দুই গোষ্ঠীকেই পরাজিত করতে হবে, নির্মূল করতে হবে।

পুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রীর পরামর্শ, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এদের মোকাবিলা করতে হবে। কারণ এদের চেহারায় ভালমানুষি, মুখে ভদ্রতা আছে। সর্বদা সংবিধান রক্ষার কথা বলে বিভ্রান্ত করে। তাই পুলিশকে বুদ্ধি খাটিয়ে এদের খুঁজে বের করতে হবে।