জল কমছে গঙ্গায়, বাড়ছে আমাজনে
দিল্লি, ৩০ নভেম্বর-– দূষণ তো আগেই মাথা ব্যথার কারণ ছিল, এবার জলও যোগ দিল তাতে। গঙ্গার জল এবার দুশ্চিন্তার কারণ। কারণ গত দু’দশকে গঙ্গায় মোট জলের পরিমাণ কমেছে। তবে চিন্তার বিষয় শুধু গঙ্গায় নয় নদী পার্শ্বস্থ অববাহিকা অঞ্চলে ভূগর্ভস্থ জলের পরিমাণও কমেছে উল্লেখযোগ্য ভাবে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের শাখা সংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।