মুম্বই, ১৪ ডিসেম্বর–অনুরাগ কাশ্যপ সব সময় স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। এরজন্য বহুবার তিনি চক্ষুশূল হয়েছেন অনেকের কাছে। সম্প্রতি সফল চলচ্চিত্রগুলি যে শিল্প ধ্বংস করছে সে বিষয়ে কথা বলেছেন তিনি। কারণ লোকেরা আসল ছবি তৈরি করার পরিবর্তে অনুকরণ করা শুরু করেছেন বলে তিনি মনে করেন। অনুরাগ কাশ্যপের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়, বিবেক অগ্নিহোত্রী বলেছেন যে তিনি গ্যাংস অফ ওয়াসেপুর পরিচালকের সঙ্গে একমত নন। বিবেক অনুরাগকে ব্যঙ্গাত্মকভাবে, ‘বলিউডের এক এবং একমাত্র মিলর্ড’ বলে ডাকেন। মিলর্ড বলতে প্রভু বা মহারাজ বলতে চেয়েছেন। অনুরাগ কাশ্যপের বিবৃতি সম্পর্কে একটি সংবাদ নিবন্ধের স্ক্রিনশট শেয়ার করে বিবেক মঙ্গলবার টুইট করেছেন, ‘আমি বলিউডের এক ও একমাত্র মিলর্ডের মতামতের সঙ্গে সম্পূর্ণরূপে একমত নই। আপনি কী একমত?’ অনুরাগ কাশ্যপের শিরোনামটি ছিল, ‘কান্তরা এবং পুষ্পা-র মতো চলচ্চিত্রগুলি শিল্পকে ধ্বংস করছে’। অনেক ইন্টারনেট ব্যবহারকারী বিবেককে জানিয়েছিলেন যে শিরোনামটি অনুরাগকে ‘ভুল উদ্ধৃতি’ করেছে। তাঁদের একজন লিখেছেন, “প্রথমে অনুরাগের সাক্ষাৎকারটি ভালোভাবে দেখা উচিৎ… সকলে তাঁর কথার অন্য অর্থ করছেন।’ কেউ কেউ দ্য কাশ্মীর ফাইলস ডিরেক্টরের সঙ্গে একমত। এক ব্যক্তি লিখেছেন, ‘আসলে আজকাল বলিউডের গ্ল্যামার আর কাজ করছে না। দর্শকরা বিষয়বস্তুভিত্তিক সিনেমার দিকে বেশি মনোযোগী।’ অন্য একজন পরামর্শ দিয়েছেন, ‘তাঁর আত্মদর্শন করা উচিত।’ অনুরাগ সম্প্রতি বলেছিলেন যে নাগরাজ মঞ্জুলের সাইরাত-এর সাফল্য মারাঠি সিনেমাকে ‘ধ্বংস করেছে’ কারণ সবাই অর্থ উপার্জনের লক্ষ্যে ছবিটিকে অনুকরণ করতে চেয়েছিল। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইরাত’ সর্বাধিক উপার্জনকারী মারাঠি চলচ্চিত্রগুলির মধ্যে একটি। অনুরাগ সাংবাদিকদের জানিয়েছেন, “কানতারা এবং পুষ্পা-র মতো চলচ্চিত্রগুলি আপনাকে আপনার গল্প বলার সাহস দেয়৷ কিন্তু কেজিএফ২ যত বড় সাফল্যই হোক না কেন, আপনি যখন অনুকরণ করেন এবং একটি প্রকল্প সেট আপ করেন, তখনই আপনি সেই দিকে এগিয়ে যেতে শুরু করেন৷ বিপর্যয়ের দিকে। এটি সেই ব্যান্ডওয়াগন যা বলিউড নিজেকে ধ্বংস করছে। আপনাকে এমন চলচ্চিত্র খুঁজে বের করতে হবে যা আপনাকে সাহস দেয়।”
অনুরাগের সাম্প্রতিকতম ছবি ছিল তাপসী পান্নু-অভিনীত দোবারা যা মিশ্র পর্যালোচনা পেয়েছিল। পরবর্তীতে তাঁর প্রজেক্ট Almost Pyaar With Dj Mohabbat যেখানে আলায় এফ এবং করণ মেহতা রয়েছেন৷ মারাকেচ ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এবং ২০২৩ সালের জানুয়ারিতে রিলিজ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে বছরের শুরুতে বিবেক অগ্নিহোত্রীর মুক্তিপ্রাপ্ত দ্য কাশ্মীর ফাইলস-এর সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য ছিল বেশ জোরদর। এটি ১৯৯০-এর দশকে কাশ্মীরি পন্ডিতদের দেশত্যাগের গল্প।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশি এবং অনুপম খের।