এই বৃষ্টির মরশুমে ঘুরে আসুন মুনথুম ভ্যালি থেকে।

বর্ষায় পাহাড় দেখতে কার না ভালোলাগে। বর্ষায় যারা পাহাড়ে ঘুরতে ভালবাসেন তাঁদের জন্য রইল একটি অফবিট ডেস্টিনেশন মুনথুম ভ্যালি। কালিম্পং থেকে মাত্র ১৪ কিলেমিটার দূরে এই মুনথুম ভ্যালি। একেবারে কমবাজেটে বেড়ানোর অন্যতম সেরা জায়গা। পাহাড়ের গায়ে সুন্দর ছোট্ট একটা গ্রাম। একেবারে শান্ত পরিবেশ। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে রাস্তা। কালো পিচের রাস্তা এঁকে বেঁকে গিয়েছে মুনথুম ভ্যালির মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। পাহাড়, জঙ্গল, ঝরনা, পাখি দেখা যায়। পাহাড়ি ভাষায় মুনথুম শব্দের অর্থ চাঁদের আলো বা জ্যোৎস্না। ছোট গ্রামে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আসুন। পাহাড়ের কোলে মেঘেদের আনাগোনা, সেখানে বেশ কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন। অদ্ভুত শান্তি এখানে পাওয়া যায়। বর্ষা সেখানে আরও মনোরম হয়ে ওঠে। অসাধারণ সুন্দর একটা জায়গা। এই মুনথুম থেকে কালিম্পং শহরের ১৮০ ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। দিনের থেকেও এখানকার রাতের সৌন্দর্য বেশি সুন্দর। বেশি সুন্দর দেখায় রাতের ভিউ। দূরে গোটা কালিম্পং শহরকে অসাধারণ সুন্দর দেখায় এখান থেকে। কালিম্পং শহরকে দেখলে মনে হয় সহস্র আলো ঝলমল করছে এখানে। আকাশ কোনও ভাবে একবার পরিষ্কার হলে তো কথাই নেই। দুপুরে লাঞ্চ ব্রেক সেরে বেড়িয়ে পড়ুন মুনথুমের রাস্তায়। মুনথুমের মধ্যেও থাকতে পারেন। বর্ষাকালে পাহাড়ে বেড়ানোর আরেকটা মজা হল মোমো। সেটা গরম গরম মোমো হলে তো কথাই নেই। বর্ষাস্নাত মুনথুম ভ্যালিতে বেড়ানোর ফাঁকে গরম গরম মোমো খান আর একবাটি স্যুপ নিয়ে বসুন। আর হোম স্টের বারান্দায় বসে দূরের বৃষ্টি নিয়ে আসা মেঘেদের খেলা উপভোগ করুন। একদিন হলেও মনটা ভাল হয়ে যাবে।