সবাইকে ছাপিয়ে দলের একমাত্র ভরসা এখন বিরাট কোহলি 

অস্ট্রেলিয়া ,১০ নভেম্বর — বৃহস্পতিবার শহরে টি ২০ বিশ্বকাপের আগেই অ্যাডিলেডের পিচ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক।আজ ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচ। আর এই ম্যাচে  বিরাট কোহলিই দলের ভরসা। দুরন্ত ফর্মে রয়েছেন। দলের তিন উইকেট চলে গিয়েছে। দলের ওপেনিং ব্যাটসম্যান ব্যর্থ। কেএল রাহুল (৫), রোহিত শর্মা ২৭ রানে ফিরেছেন। পাশাপাশি যাঁর দিকে দল তাকিয়ে ছিল, সেই সূর্যকুমার যাদবও ফিরেছেন ১৪ রানে।


এর আগেও 
অ্যাডিলেডের পিচ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক।অ্যাডিলেডের পিচের চরিত্র বোঝা যাচ্ছে না।প্রশ্ন উঠেছিল যে কেন নতুন পিচ রাখা হয়নি।  ইংল্যান্ডের স্পিন ও পেস বোলিং দুটি বিভাগই নিয়ন্ত্রণ করছে ম্যাচ। ভারত ১৫ ওভারে ১০০ রানের গন্ডি পেরিয়েছে। কোহলির ব্যক্তিগত রান ৪৮, হাফসেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন। সঙ্গী হার্দিক কিছুটা শ্লথ গতিতে শুরু করলেও পরে খোলস ছেড়ে বেরিয়েছেন।


ভারতীয় দলের একটা সময় ৭৫ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। টি ২০ বিশ্বকাপে ভাল খেলা সূর্যকুমার যাদবের ফিরে যাওয়া দলের কাছে বড় বিপদ হিসেবে হাজির হয়েছিল। সেই অবস্থা থেকে কোহলি ও হার্দিক মিলে দলকে ভাল একটা জায়গায় নিয়ে গিয়েছেন।