ইম্ফল, ১৮ আগস্ট – ফের অশান্তির আগুন ছড়িয়ে পড়ল মণিপুরে। গত কয়েকদিনে অশান্তির আঁচ কিছুটা থিতিয়ে এলেও শুক্রবার ভোরে নতুন করে হিংসা ছড়ায়, যার জেরে মৃত্যু হয় ৩ জনের। শুক্রবার সকালে মণিপুরে নাগা-অধ্যুষিত উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলির লড়াই শুরু হয়। নিখোঁজ হয়ে যায় কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দা। পরে ওই তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কুকি সংগঠনগুলির দাবি, মেইতেইরা খুন করেছে ওই তিন জনকে। নতুন করে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে, সেজন্য ওই গ্রামে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। মৃতদের তিন জনই যুবক। তাঁদের নাম জামখোগিন হাওকিপ, থাঙখোকাই হাওকিপ এবং হ্যালেনসন বাইতে।