• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ‘লেডি অমিতাভ’

অমরাবতি, ১৬ নভেম্বর– তেলঙ্গানায় বিধানসভা ভোটের আগে আবার ভাঙনের ধাক্কা বিজেপিতে৷ এ বার দল ছাড়লেন চেন্নাইয়ের লেডি অমিতাভ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বিজয়শান্তি৷ তেলঙ্গানা বিজেপির সভাপতি জি কিসান রেড্ডিকে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি৷ যদিও এবার প্রথম নন যখন বিজয়শান্তি কংগ্রেসে যোগ দিচ্ছেন৷ ২০১৪ সালেও তিনি একবার কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ তারপর দেড়বছরের

অমরাবতি, ১৬ নভেম্বর– তেলঙ্গানায় বিধানসভা ভোটের আগে আবার ভাঙনের ধাক্কা বিজেপিতে৷ এ বার দল ছাড়লেন চেন্নাইয়ের লেডি অমিতাভ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বিজয়শান্তি৷ তেলঙ্গানা বিজেপির সভাপতি জি কিসান রেড্ডিকে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি৷ যদিও এবার প্রথম নন যখন বিজয়শান্তি কংগ্রেসে যোগ দিচ্ছেন৷ ২০১৪ সালেও তিনি একবার কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ তারপর দেড়বছরের মাথায় বিজেপি এবং এখন আবার হাত শিবিরে বিজয়শান্তি৷
সূত্রের খবর, জাতীয় পুরস্কারজয়ী নায়িকা এ বার কংগ্রেসে যোগ দিতে চলেছেন৷ রুপোলি পর্দার পাশাপাশি, দক্ষিণী রাজনীতিতে বর্ণময় চরিত্র বিজয়শান্তি৷ ১৯৯৮ সালে বিজেপি থেকেই তাঁর রাজনৈতিক যাত্রার সূচনা৷ প্রায় এক দশক পরে নিজের রাজনৈতিক দল গডে়ন তিনি৷ নাম দেন ‘তাল্লি তেলঙ্গানা’৷ পরে দলটি মিশে যায় কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) ‘তেলঙ্গানা রাষ্ট্র সমিতি’ (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস)-এর সঙ্গে৷ ২০০৯ সালে লোকসভা নির্বাচনে তিনি টিআরএস প্রার্থী হিসেবে জয়ী হন মেডক কেন্দ্র থেকে৷ কিন্ত্ত ২০১৪ সালের লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সরকার সংসদে অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলঙ্গানা রাজ্য গঠনের বিল পাশ করানোর পরেই কেসিআর-সঙ্গ ছেডে় বিজয়শান্তি কংগ্রেস যোগ দেন৷ ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারে ‘নরেন্দ্র মোদিকে দেখতে জঙ্গির মতো’ বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি৷ কিন্ত্ত তার দেড় বছরের মাথায়, ২০২০-র ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে নিতে অসুবিধা হয়নি দক্ষিণী অভিনেত্রীর৷
আগামী ৩০ নভেম্বর এক দফায় তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে ভোট হবে৷ গণনা আগামী ৩ ডিসেম্বর— মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের সঙ্গেই৷ তেলঙ্গানায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস), বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে৷ তবে বিভিন্ন জনমত সমীক্ষার পূর্বাভাস ত্রিমুখী লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে বিজেপি৷ এই পরিস্থিতিতে গত কয়েক মাসে একাধিক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন৷ প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ কে রাজাগোপাল রেড্ডি, বিধানসভা ভোটে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী ওরফে বিবেক রয়েছেন সেই তালিকায়৷