• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আইসিআইসিআই-কাণ্ডে  গ্রেফতার ভিডিওকন চেয়ারম্যান বেণুগোপাল

মুম্বাই, ২৬ ডিসেম্বর  — ভিডিওকন চেয়ারম্যান বেণুগোপাল ধূতকে গ্রেফতার করল সিবিআই । আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে অনৈতিক ভাবে বড় অঙ্কের ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় দু’দিন আগেই আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দা কোচারকে গ্রেফতার করে সিবিআই। একইসঙ্গে তাঁর ব্যবসায়ী স্বামী দীপক কোচারকেও গ্রেফতার করা হয়। গতকাল, রবিবার চন্দা এবং

মুম্বাই, ২৬ ডিসেম্বর  — ভিডিওকন চেয়ারম্যান বেণুগোপাল ধূতকে গ্রেফতার করল সিবিআই । আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে অনৈতিক ভাবে বড় অঙ্কের ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এই মামলায় দু’দিন আগেই আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দা কোচারকে গ্রেফতার করে সিবিআই। একইসঙ্গে তাঁর ব্যবসায়ী স্বামী দীপক কোচারকেও গ্রেফতার করা হয়। গতকাল, রবিবার চন্দা এবং তাঁর স্বামী দীপককে মুম্বইয়ের বিশেষ আদালতে হাজির করিয়েছিল সিবিআই।তিন দিনের সিবিআই হেফাজতে আছেন তাঁরা।

এবার ধরা পড়লেন বেণুগোপালও। আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।