• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিয়ের মরশুমে আকাশছোয়া সোনালী ধাতুর দর

কলকাতা ,৫ জানুয়ারী — বেড়েই চলেছে সোনালী ধাতুর দাম ।  বৃহস্পতিবার আকাশ ছোঁয়া দাম বাড়লো সোনার। বৃহস্পতিবার সকাল ১১ টা  নাগাদ ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়  ৫৫৯৬টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৪৪,৭৬৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হলে ৫৫,৯৬০ টাকা। এদিন সকাল ১১ এগারোটায় ১০

কলকাতা ,৫ জানুয়ারী — বেড়েই চলেছে সোনালী ধাতুর দাম ।  বৃহস্পতিবার আকাশ ছোঁয়া দাম বাড়লো সোনার। বৃহস্পতিবার সকাল ১১ টা  নাগাদ ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়  ৫৫৯৬টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৪৪,৭৬৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হলে ৫৫,৯৬০ টাকা।

এদিন সকাল ১১ এগারোটায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২১০ টাকা। যদিও ১ কেজি রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি .

বুধবার কলকাতার বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়ে দাঁড়ায় ৫৬, ৭০০ টাকায়।  জিএসটি সহ ৫৮, ৪০১ টাকা।

বিয়ের মরশুমে সোনালী ধাতুর উর্ধমুখী দামে মাথায় হাত সাধারণ মধ্যবিত্তের। উদ্বিগ্ন গয়না ব্যবসায়ীরাও। কারণ সাধারণ ক্রেতাদের বিক্রীবাটার ওপরই দাঁড়িয়ে আছে তাঁদের ব্যবসা।

আগামী দিনে আরো বাড়তে পারে সোনার দাম এমনটাই আশঙ্কা ব্যবসায়ী মহলে। মূল্যবৃদ্ধি, সুদ বৃদ্ধি , জ্বালানির দাম, covid , এই সব কিছুরই প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।  ফলে বিশ্বের বাজারেও ক্রমশ বড়বাড়ছে সোনার দাম।