তামিলনাড়ুর ভেলাের লােকসভা কেন্দ্রের ভােট বাতিল করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। টাকা দিয়ে ভােটারদের প্রভাবিত করা হচ্ছে এই অভিযােগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যতদূর জানা যাচ্ছে, সােমবার রাতে গোটা ঘটনা জানিয়ে নির্বাচন বাতিল করার সুপারিশ করে কমিশন চিঠি দিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। রাষ্ট্রপতি ভবন থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ১৮ এপ্রিল ভেলােরের নির্বাচন বাতিল করে কমিশন। উল্লেখ্য তামিলনাড়ুর ৩৯ টি আসনে দ্বিতীয় দফার নির্বাচনে দিনক্ষণ স্থির হয়েছে। ভেলােরের ভােট বাতিল হওয়ায় ৩৮ টি আসনে বৃহস্পতিবার নির্বাচন হচ্ছে। বিভিন্ন সুযােগ সুবিধা দিয়ে প্রভাবিত করে ভােট নেওয়ার অভিযােগে দেশের মধ্যে শীর্ষে রয়েছে তামিলনাড়ুর নাম। তামিলনাড়ু আরাক্কোনম কেন্দ্রের ডিএমকে প্রার্থী এস জগৎরক্ষাণন। তার বিরুদ্ধে অভিযােগ তিনি দলের নেতা কর্মীদের জন্য নগদ এক কোটি টাকার পুরষ্কার ঘােষণা করেছেন। এদিকে ভেলাের কেন্দ্রের প্রার্থী হয়েছেন ডিএমকের কোষাধ্যক্ষ এস দুরাই মুরুগানের ছেলে কাথির আনন্দ। ভোটে ছেলেকে জেতাতে দুরাই মুরুগান পুরষ্কার দেবেন পঞ্চাশ লক্ষ টাকা। যে বিধানসভা থেকে সবচেয়ে বেশি লিড আসবে সেখানকার নেতারা এই টাকা পাবে। প্রতিপক্ষ প্রার্থী তিনিও টোপ দিয়েছেন। এডিএমকে প্রার্থী এসি সন্মুগম বলেছেন তিনি জিতলে ছয়টি বুলেট বাইক এবং সেই সঙ্গে দেশে বিদেশে থাকা খাওয়ার খরচ ও বেড়ানাের টিকিট তিনি দেবেন। সম্প্রতি কাথিরের কাটপাডি এলাকায় বাসভবনে আয়কর অভিযান চলে। কাথিরের মালিকানাধীন একটি স্কুল ও তার অনুগামীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকা আয়কর দফতরের আধিকারিকরা উদ্ধার করে। টাকা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন কমিশন ভেলােরের ভােট বাতিল করার সুপারিশ করে রাষ্ট্রপতি এবং আইন মন্ত্রকের কাছে চিঠি দেয়।