উত্তরপ্রদেশ:- আয়ুষ্মান কার্ড তৈরিতে রেকর্ড গড়ল উত্তর প্রদেশ। এক দিনে এক লক্ষ কার্ড তৈরি করেছে যোগী সরকার। একদিনে ২১ লক্ষ কার্ড তৈরি করেছে উত্তর প্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই তথ্য জানিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি লিখেছেন, দেড় লক্ষ আয়ুষ্মান কার্ড তৈরি করেছে তাঁর সরকার। এর থেকেই প্রমাণ তাঁর রাজ্য গোটা দেশের স্বাস্থ্যে সেরা কাজ করছে। যোগী আদিত্যনাথ বারবার দাবি করেছেন উত্তর প্রদেশ আর আগের মতো রাজ্য নেই। নয়ডায় আন্তর্জাতিক শিল্প সম্মেলনে যোগী আদিত্যনাথ বার্তা দিয়েছিলেন, উত্তর প্রদেশকে বিনিয়োগের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। সেকারণে একাধিক পরিকাঠামো গত উন্নয়ন করা হয়েছে এখানে। সড়ক পরিবহণ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত প্রকল্পে এই বিপুল সাফল্যের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিশেষ সম্মান জানাবেন। ইতিমধ্যেই রাজ্যের ২০ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চলে এসেছেন। তিনটি ভাগে ভাগ করা হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পকে। গ্রামে গ্রামে গিয়ে এই পরিকল্পনা নিয়ে উন্নয়ন করা হয়েছে। জানা গিয়েছে, আয়ুষ্মান গ্রাম পঞ্চায়েত এবং আয়ুষ্মান ওয়ার্ড নামে দুটি ভাগে কাজ করা হবে গোটা রাজ্যে। যাতে গ্রামের মানুষরাও এই প্রকল্পের সুবিধা গ্রামীণ হাসপাতালগুলিতে পান তার জন্য এই ভাগ করা হয়েছে। ধাপে ধাপে করা হচ্ছে পরিকল্পনা। এই নিয়ে একাধিক উদ্যোগ করা হয়েছে সেখানে। হাসপাতাল গুলিতেও তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে।