সাইবার ক্রাইমকে নিয়ন্ত্রণ করতে চাইছেন উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ:-  সাইবার ক্রাইমকে নিয়ন্ত্রণ করতে চাইছেন উত্তরপ্রদেশের সরকার  যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, সাইবার ক্রাইমকে প্রতিরোধ করার জন্য রাজ্যের ৭৫ টি জেলায় বিশেষ থানা তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী। সেই সঙ্গে প্রতিটি থানায় সাইবার সেলও তৈরি করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, একজন সরকারি কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ খুব দ্রুত পূরণ করতে হবে। তাই আগামী দুই মাসের মধ্যে ৫৭ টি সাইবার ক্রাইম থানা তৈরি করতে হবে। সাইবার প্রতিরোধের সচেতনতা সকলের মধ্যে জাগাতে হবে। প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।এটাকে আমাদের স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান সময়ে অপরাধ মূলক কাজ করার প্রবণতা বাড়ছে। এবং সাইবার ক্রাইমের ঘটনা এখন অনেক শোনা যাচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এখন পেনশন, বিদ্যুৎ বিল, বাড়ির যে কোনও কাজ, লোন, জিনিস পার্সেল বা অনলাইনে কেনাকাটি করার সময় বা যেকোনোও স্কিমে বিনিয়োগ করার সময়েও সাধারণ মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। তাই মানুষকে সচেতন থাকতে হবে, পাশপাশি পুলিশকেও এই বিষয়ে আরও তৎপর থাকতে হবে। সাইবার ক্রাইমের জন্য পুলিশকে আরও প্রশিক্ষণ দিতে হবে। স্কুলের পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করা উচিত। প্রতিটি জেলা থেকে পাঁচজন করে পুলিশ আধিকারিককে রাজ্য স্তরে প্রশিক্ষণ দেওয়া উচিত। তাদের জেলার প্রতিটি থানা থেকে পাঁচজন পরিদর্শক, সাব-ইন্সপেক্টরকে সিটিরেন পোর্টালে সাইবার কোর্স সম্পর্কে প্রশিক্ষিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। তাহলেই এই সাইবার ক্রাইম কমানো বন্ধ করা যাবে।