• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চেয়ে নবান্নে চিঠি ইউনেস্কোর 

কলকাতা, ৮ মার্চ – রাজ্যের শিক্ষাব্যবস্থায় দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে কড়া সমালোচনার মুখে রাজ্য সরকার। এই সমালোচনার মধ্যেও রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো। শিক্ষার প্রসারে ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং যুক্ত হতে চায় রাজ্যের সঙ্গে। এজন্য নবান্নে চিঠিও পাঠিয়েছে তারা। সূত্রের খবর, ইউনেস্কোর তরফে এই প্রস্তাবে সানন্দে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের

কলকাতা, ৮ মার্চ – রাজ্যের শিক্ষাব্যবস্থায় দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে কড়া সমালোচনার মুখে রাজ্য সরকার। এই সমালোচনার মধ্যেও রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো। শিক্ষার প্রসারে ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং যুক্ত হতে চায় রাজ্যের সঙ্গে। এজন্য নবান্নে চিঠিও পাঠিয়েছে তারা। সূত্রের খবর, ইউনেস্কোর তরফে এই প্রস্তাবে সানন্দে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সূত্রের দাবি, চলতি সপ্তাহেই বৈঠকে হতে পারে দুই পক্ষের মধ্যে।

ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং সারা বিশ্বে শিক্ষাপ্রসারের কাজের সঙ্গে যুক্ত। প্রাথমিক শিক্ষা, বুনিয়াদি শিক্ষা,  শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তা, বিভিন্ন বিষয়ে পরামর্শ দে এই সংস্থা। এবার সেই আন্তর্জাতিক সংস্থা জুড়তে চলেছে বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে। এবার বাংলার বুনিয়াদি শিক্ষার সঙ্গে কাজ করতে আগহী তারা। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই আগ্রহের কোথায় জানিয়েছে ইউনেস্কো। এরপরই পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।