ব্রাজিল:- কলকাতায় সফর সেরে আজই বাংলাদেশে উড়ে গেলেন ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপার রোনাল্ডিনহো। তারই মধ্যে এবার নেইমারের ভারতে খেলা নিয়ে দেখা দিল বড়সড় অনিশ্চয়তা। সূত্রের খবর, জানা গিয়েছে, ব্রাজিলের হয়ে খেলতে নেমে হাঁটুতে ভালোরকমই চোট পেলেন নেইমার। চোট কতটা গুরুতর তার উপর নির্ভর করবে আদৌ মুম্বইয়ে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা। জানা যাচ্ছে, ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের খেলা ছিল উরুগুয়ের সঙ্গে। এই ম্যাচটিতে উরুগুয়ে জিতেছে ২-০ গোলে। সেন্টেনারিও স্টেডিয়ামে খেলা চলাকালীন ৪৪ মিনিটের মাথায় চোট পান নেইমার। বাঁ হাঁটুর এই চোটের কারণে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় নেইমারকে। যে দৃশ্য দেখে নেইমারের ভক্তরা যথেষ্টই চিন্তিত। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। নেইমার এতটাই যন্ত্রণাকাতর ও হতাশ ছিলেন যে তিনি দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। গোড়ালির চোটের কারণে মাস ছয়েক মাঠের বাইরে ছিলেন নেইমার। চোট সারিয়ে মাঠে ফিরে ফের চোট পেলেন নেইমার। ব্রাজিল ম্যাচ হেরে যাওয়ার পর দেখা যায় নেইমার ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়ছেন। সূত্রের খবর, নেইমার লিগামেন্টে চোট পেয়েছেন কিনা, চোট কতটা গুরুতর সে ব্যাপারে নিশ্চিত হতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা। ব্রাজিলের অধিনায়ক কাসিমিরো বলেন, আশা করছি চোট গুরুতর যেন না হয়। সূত্রের খবর, জানা গিয়েছে, একটি সাক্ষাৎকারে ব্রাজিল অধিনায়ক আরও বলেন, নেইমার আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তাঁর অনুরাগী। আগেও তিনি একাধিকবার চোট পেয়েছেন। চোট সারিয়ে ফেরার পর যখন তিনি ছন্দ ফিরে পেলেন, তখনই আবার চোট লাগল। দুই দফায় চোট পরীক্ষার পরই পরিস্থিতি সঠিকভাবে জানানো যাবে বলে মন্তব্য ব্রাজিল দলের চিকিৎসকের। নেইমার যখন চোট পান তখন ব্রাজিল ১ গোলে পিছিয়ে ছিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৩৬টি ম্যাচে অপরাজেয় থাকা ব্রাজিল ৩৭তম ম্যাচে এসে পরাজয়ের সম্মুখীন হলো। নেইমার সাংবাদিকদের কিছু বলেননি। জানা গিয়েছে, নভেম্বরের ৬ তারিখ নভি মুম্বইয়ে নেইমারের খেলার কথা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুম্বই সিটি এফসি খেলবে আল হিলালের বিরুদ্ধে। এই দলের হয়েই বর্তমানে খেলছেন নেইমার। কিন্তু তাঁর যে চোট লাগল তাতে আদৌ মুম্বইয়ে নেইমার খেলতে পারবেন কিনা তা নিয়ে দাঁড়াল বড়সড় প্রশ্নচিহ্ন। নেইমার না আসতে পারলে হতাশ হবেন তাঁর ভক্তরা, কমবে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া হাইপও।