• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রুশ রাজধানীতে প্রথম, মস্কোয় ড্রোন হানা কিভের

মস্কো, ৩১ জুলাই– কখনও রুশ কখনও কিয়েভ। একে-অপরের ওপর হামলা করতে যেন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে দুই দেশ। এবার কিয়েভ। ফের সীমান্ত পেরিয়ে রাশিয়ার আকাশে ঢুকল ইউক্রেনের ড্রোন। তবে মস্কো সূত্রে জানা গিয়েছে, দ্রুত তিনটি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করা হয়েছে। একটিকে শহরতলির কাছে ধ্বংস করা হয়। বাকি দু’টি ড্রোনকে যন্ত্রের সাহায্যে নিষ্ক্রিয় করা হয়। একটি অফিস চত্বরে

russian attack

মস্কো, ৩১ জুলাই– কখনও রুশ কখনও কিয়েভ। একে-অপরের ওপর হামলা করতে যেন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে দুই দেশ। এবার কিয়েভ। ফের সীমান্ত পেরিয়ে রাশিয়ার আকাশে ঢুকল ইউক্রেনের ড্রোন। তবে মস্কো সূত্রে জানা গিয়েছে, দ্রুত তিনটি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করা হয়েছে। একটিকে শহরতলির কাছে ধ্বংস করা হয়। বাকি দু’টি ড্রোনকে যন্ত্রের সাহায্যে নিষ্ক্রিয় করা হয়। একটি অফিস চত্বরে ভেঙে পড়ে ড্রোন দু’টি। এ ঘটনায় কেউ জখম হননি। তবে রাশিয়ার রাজধানীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিমেষে। আতঙ্কে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় মস্কোর নুকভো আন্তর্জাতিক বিমানবন্দর। ঘটনাচক্রে গত কালই আফ্রিকার শান্তি-বাহিনীর প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘‘ওদের উদ্যোগের সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিস্থিতি খুবই জটিল।’’

সাম্প্রতিক কালে রুশ সীমান্তবর্তী এলাকাগুলিতে একাধিক হামলা চালিয়েছে কিভ। কিন্তু রাজধানীতে এই প্রথম। এ দিনের হামলায় সরাসরি কিভের দিকে আঙুল তুলেছে ক্রেমলিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ‘সন্ত্রাস হামলার চেষ্টা’ বলে ঘোষণা করা হয়েছে। তাদের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ‘‘৩০ জুলাই সকালে কিভের শাসক সন্ত্রাস হামলার চেষ্টা করেছে।

রাশিয়ায় ঢুকে ইউক্রেনের হামলার সংখ্যা বেড়েছে। রুশ সীমান্তবর্তী এলাকাগুলি থেকে প্রায়শই হামলার খবর শোনা যাচ্ছে। যুদ্ধবিরতি প্রসঙ্গে আফ্রিকার শান্তি-বাহিনীকে পুতিন বলেন, ‘‘ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। ওদের বড়সড় যুদ্ধ-পরিকল্পনা রয়েছে… এ অবস্থায় হামলার মুখে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি না।’’

 মস্কো অঞ্চলের ওডিন্টসোভো ডিসট্রিক্টে একটি ‘আনম্যানড এরিয়াল ভেহিকল’ (ইউএভি) আকাশেই ধ্বংস করেছে এয়ার ডিফেন্স ব্যবস্থা। অন্য দু’টি ড্রোনকে যন্ত্রের সাহায্যে নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোন দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অফিস চত্বরে ভেঙে পড়েছে।’’