• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মোদির প্রচারের নয়া হাতিয়ার কলেজ-বিশ্ববিদ্যালয়ে সেলফি পয়েন্ট, চিঠি ইউজিসির

দিল্লি, ২ ডিসেম্বর– মোদি সরকারের কাজের বড়াই গাইতে এবার নতুন ফরমান কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে৷ শিক্ষাঙ্গকে মোদির প্রচারের হাতিয়ার করতে চাইছে কেন্দ্র৷ মোদি সরকারের সাফল্য ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে সেলফি তুলতে হবে পড়ুয়া থেকে শিক্ষক- ভিজিটরদের৷ এজন্য প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় সেলফি পয়েন্ট তৈরি করতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছেন সংস্থার সচিব মণীশ যোশী৷

দিল্লি, ২ ডিসেম্বর– মোদি সরকারের কাজের বড়াই গাইতে এবার নতুন ফরমান কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে৷ শিক্ষাঙ্গকে মোদির প্রচারের হাতিয়ার করতে চাইছে কেন্দ্র৷ মোদি সরকারের সাফল্য ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে সেলফি তুলতে হবে পড়ুয়া থেকে শিক্ষক- ভিজিটরদের৷ এজন্য প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় সেলফি পয়েন্ট তৈরি করতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছেন সংস্থার সচিব মণীশ যোশী৷ চিঠিতে তাতে বলা হয়েছে, ভারতের অভূতপূর্ব উন্নতির সঙ্গে তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষাঙ্গনকে যুক্ত করতে এই সিদ্ধান্ত৷
চিঠিতে আরও বলা হয়েছে, ইউজিসি সেলফি পয়েন্টের কিছু মডেল পাঠাবে৷ তাতে জি-২০ সম্মেলন, চন্দ্রয়ন অভিযান ইত্যাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি থাকবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, কাট আউটের সঙ্গে সেলফি তুলবেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, ভিজিটররা৷
ইউজিসির এই নির্দেশ আসা মাত্রই শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ একাধিক শিক্ষক ও ছাত্র নেতার বক্তব্য, এইভাবে সরাসরি শিক্ষাঙ্গনকে রাজনীতিতে, বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রচারে ঠেলে দেওয়ার চেষ্টা অতীতে হয়নি৷ ইউজিসি সরাসরি ভারত সরকার ও বিজেপির হয়ে মাঠে নেমে পডে়ছে৷ লোকসভা ভোটের আগে তরুণ সমাজকে নিশানা  করতেই এক কর্মসূচি নেওয়া হয়েছে৷
মোদি সরকারের উদ্যোগে গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ভারত সংকল্প যাত্রা৷ বিশেষভাবে তৈরি বাস, যেগুলিকে সংকল্প রথ বলা হচ্ছে, দেশের নানা প্রান্তে ছুটছে সেগুলি৷ তাতে মোদি সরকারের সাডে় নয় বছরের কর্মকাণ্ডের প্রচারের ব্যবস্থা হয়েছে৷ সেই রথের গায়ে থাকা প্রধানমন্ত্রীর ছবির সঙ্গেও সেলফি তোলার ব্যবস্থা আছে৷ সব মিলিয়ে প্রধানমন্ত্রী মোদিকেই যাবতীয় সাফল্যের কৃতিত্ব দিয়ে প্রচার শুরু হয়েছে৷ সেই তালিকায় জুডে় নেওয়া হল কলেজ – বিশ্ববিদ্যালয়কেও৷