• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ইউজিসি ঘোষণা করলো কলকাতার সহ আরও ২১ টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম 

কলকাতা, ২৭ আগস্ট — কলকাতার বিশ্ববিদ্যালয় গুলির সরকারি  অনুমোদন না থাকায় সেই বিশ্ববিদ্যালয় গুলিকে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তথা ইউজিসি। ইউজিসি আরও ২১ টি বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছে যেগুলির কোনো সরকারি অনুমোদন নেই।ইউজিসি জানিয়েছে, ওই বিশ্ববিদ্য়ালয় গুলি রেজিস্ট্রার্ড নয়। তাই পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না। কলকাতার যে দুটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে

কলকাতা, ২৭ আগস্ট — কলকাতার বিশ্ববিদ্যালয় গুলির সরকারি  অনুমোদন না থাকায় সেই বিশ্ববিদ্যালয় গুলিকে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তথা ইউজিসি। ইউজিসি আরও ২১ টি বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছে যেগুলির কোনো সরকারি অনুমোদন নেই।ইউজিসি জানিয়েছে, ওই বিশ্ববিদ্য়ালয় গুলি রেজিস্ট্রার্ড নয়। তাই পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না।

কলকাতার যে দুটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে আছে চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। ইউজিসি-র বিবৃতিতে বলা হয়েছে যে, বিশেষ করে সংসদের আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি ডিগ্রি দিতে পারে।রেজিস্টার্ড নয় সেই বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তি হতে নিষেদ করা হয়েছে ইউসিজি র তরফ থেকে।