• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

আজ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত

দিল্লি ২৭ আগস্ট — আজ থেকে ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত।  দেশের বিচারব্যবস্থায় বড় বদল আনার শপথ গ্রহণ করলেন বিচারপতি ললিত। প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদকালের মধ্যে যে যে দায়িত্ব গুলি তিনি পালন করতে চান সে কথাও জানিয়েছেন তিনি।কোন মামলাগুলির শুনানি আগে দরকার সেগুলি খুঁজে বের করার জন্য নতুন ব্য়বস্থা নেওয়া হবে।সারা

দিল্লি ২৭ আগস্ট — আজ থেকে ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত।  দেশের বিচারব্যবস্থায় বড় বদল আনার শপথ গ্রহণ করলেন বিচারপতি ললিত। প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদকালের মধ্যে যে যে দায়িত্ব গুলি তিনি পালন করতে চান সে কথাও জানিয়েছেন তিনি।কোন মামলাগুলির শুনানি আগে দরকার সেগুলি খুঁজে বের করার জন্য নতুন ব্য়বস্থা নেওয়া হবে।সারা বছর যাতে অন্তত একটি সাংবিধানিক বেঞ্চ চালু থাকে, তার চেষ্টা করবেন তিনি। বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনার প্রচেষ্টাও থাকবে।