• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

ফের বঙ্গে স্ক্রাব টাইফাসের বলি দুই যুবকের

বীরভূম, ৩১ আগস্ট– করোনার পর আবার স্ক্র্যাব টাইফাসের  আতঙ্ক ছড়ালো বাংলায়।  রাজ্যে ফের স্ক্রাব টাইফাসের হানা দিচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল বীরভূমে ।জ্বর ও সঙ্গে খিঁচুনি এই উপসর্গ গুলি নিয়ে ভর্তি হয়েছিলেন তারা,কিন্তু শেষ রক্ষা হল না তাদের,মৃত্যু হয়েছে দুজনের। জানা গেছে মৃতের মধ্যে একজন বীরভূমের বাসিন্দা,আর অন্যজন ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনিও জ্বর

বীরভূম, ৩১ আগস্ট– করোনার পর আবার স্ক্র্যাব টাইফাসের  আতঙ্ক ছড়ালো বাংলায়।  রাজ্যে ফের স্ক্রাব টাইফাসের হানা দিচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল বীরভূমে ।জ্বর ও সঙ্গে খিঁচুনি এই উপসর্গ গুলি নিয়ে ভর্তি হয়েছিলেন তারা,কিন্তু শেষ রক্ষা হল না তাদের,মৃত্যু হয়েছে দুজনের। জানা গেছে মৃতের মধ্যে একজন বীরভূমের বাসিন্দা,আর অন্যজন ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনিও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কিডনির সমস্যাও ছিল। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে আবার মৃত্যুর জেরে চিন্তায় পড়েছে সিউড়ি হাসপাতাল কর্তৃপক্ষ।জানা গেছে এই স্ক্রাব টাইফাস  টম্বিকুলিড মাইট নামে একধরনের পোকার কামড়ে হয়।জ্বর হল এই রোগের প্রধান উপসর্গ।

Advertisement

Advertisement