দিল্লি, ৫ মার্চ – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গেলেও দেখা পেলেন না তৃণমূল সাংসদরা । তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং দেখা না করলে তাঁর দফতর কৃষিভবনের বাইরে ধর্নায় বসবেন তৃণমূল সাংসদরা। অভিষেকের নেতৃত্বে তৃণমূল সাংসদরা দিল্লির কৃষি ভবনের সামনে জড়ো হন। মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, তিনি বিহারে গেছেন। এরপরই কেন্দ্রের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাওনা টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে সময় দিলেন ১৫ দিন। ১৫ দিনের মধ্যে বকেয়া না পেলে অন্য পথ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।