২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলে রাজ্যের জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে শাসক দলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল গেরুয়া শিবির৷ যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল অনেকটাই পুনরুদ্ধার করে তৃণমূল কংগ্রেস৷ পঞ্চায়েত ভোটের ফলাফলও দেখিয়ে দিল, জঙ্গলমহলের জেলা সহ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় জেলা পরিষদে বিজেপি-র প্রাপ্তি শূন্য৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের চার জেলাতেও ব্যর্থ বিজেপি৷ আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তারপরও জেলা পরিষদে খাতা খুলতে পারল না বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলাও বিজেপি শূন্য।