জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল, ঘোষণা নির্বাচন কমিশনের

দিল্লি, ১০ এপ্রিল –  – জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল। ৭ বছরের মাথায় মর্যাদা হারাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।   সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়।  বাম দল সিপিআই এবং শরদ পাওয়ারের এনসিপির জাতীয় দলের তকমাও প্রত্যাহার করা হল।  অন্য দিকে, অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছে । সোমবার নির্বাচন কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর। 

নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় দল হতে গেলে তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতে হয়। এক, লোকসভায় অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে। দুই, লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসন জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত চারটি পুনরায় জিততে হবে। তিন, অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে হবে। গুজরাটের ভোটে এই তৃতীয় শর্তটি পূরণ করতে পেরেছেন কেজরীওয়াল।
নির্বাচন কমিশনের কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘এখন এ বিষয়ে কিছু বলছি না। দলের তরফে বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে বক্তব্য জানানো হবে।’’