• facebook
  • twitter
Wednesday, 25 December, 2024

তার ছিঁড়ে সওয়ারী সহ ৬০ ফুট নিচে ‘টাওয়ার রাইড’ 

জয়পুর, ২২ মার্চ — কোলাহল মুহূর্তে পাল্টে গেল কাতর আর্তনাদে। কয়েক মিনিট আগে যে মেলা আনন্দের কোলাহলে ভরে ছিল, তা মুহূর্তেই উবে গিয়ে চিৎকার আর আতঙ্কের পরিবেশে বদলে গেল। সোমবার সন্ধ্যায় রাজস্থানের অজমেরের একটি মেলায় ‘টাওয়ার রাইড’-এর তার ছিঁড়ে সওয়ারিদের নিয়ে মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের

জয়পুর, ২২ মার্চ — কোলাহল মুহূর্তে পাল্টে গেল কাতর আর্তনাদে। কয়েক মিনিট আগে যে মেলা আনন্দের কোলাহলে ভরে ছিল, তা মুহূর্তেই উবে গিয়ে চিৎকার আর আতঙ্কের পরিবেশে বদলে গেল। সোমবার সন্ধ্যায় রাজস্থানের অজমেরের একটি মেলায় ‘টাওয়ার রাইড’-এর তার ছিঁড়ে সওয়ারিদের নিয়ে মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। ‘টাওয়ার রাইড’-এর মালিককে আটক করেছে পুলিশ।

এই ধরনের টাওয়ার রাইড বেশ জনপ্রিয়। তাই মেলায় নাগরদোলার পাশাপাশি এই রাইডেরও চাহিদা বাড়ছে। ২০২২ সালে পঞ্জাবে এমনই একটি দুর্ঘটনা হয়। মোহালিতে একটি মেলায় ৫০ ফুট উঁচু একটি রাইড মাটিতে আছড়ে পড়ে। সেই ঘটনায় পাঁচ শিশু-সহ ১৬ জন আহত হয়েছিলেন।