• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নিউ ইয়র্ককে টপকে সবচেয়ে দামি সিঙ্গাপুর ও জুরিখ

হংকং, ১ ডিসেম্বর– মার্কিন মুলুককে টপকে এবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির শীর্ষে যৌথভাবে স্থান দখল করে নিয়েছে৷ সিঙ্গাপুর এবং জুরিখ৷ দ্বিতীয় স্থানে রয়েছে জেনেভা এবং তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে নিউ ইয়র্ক৷ এমনটাই জানা গেল, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সমীক্ষা৷ জীবনধারণের খরচের নিরিখে বিশ্বের বিভিন্ন শহরের উপর সমীক্ষা চালায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট৷ সেই সমীক্ষায় এবার শীর্ষস্থানে উঠে

হংকং, ১ ডিসেম্বর– মার্কিন মুলুককে টপকে এবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির শীর্ষে যৌথভাবে স্থান দখল করে নিয়েছে৷ সিঙ্গাপুর এবং জুরিখ৷ দ্বিতীয় স্থানে রয়েছে জেনেভা এবং তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে নিউ ইয়র্ক৷ এমনটাই জানা গেল, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সমীক্ষা৷
জীবনধারণের খরচের নিরিখে বিশ্বের বিভিন্ন শহরের উপর সমীক্ষা চালায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট৷ সেই সমীক্ষায় এবার শীর্ষস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর ও জুরিখ৷ গত ১১ বছর ধরে ৯ বার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান দখল করল সিঙ্গাপুর৷ যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে সিঙ্গাপুর সরকার কঠোর অবস্থান নিয়েছে৷ ফলে সেখানে পরিবহন খরচ বিশ্বের সবচেয়ে বেশি৷ এছাড়া সেখানে সবচেয়ে ব্যয়বহুল পণ্যদ্রব্য হল, পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল৷
অন্যদিকে, নিউ ইয়র্ক ছাড়াও ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এসেছে আরেক মার্কিন শহর, লস অ্যাঞ্জেলস৷ আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে হংকং৷ বিশ্বের অন্য এলাকার চেয়ে এশিয়ার শহরগুলিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা তুলনামূলক কম বলে জানিয়েছে ইআইইউ৷