আজ ৯রাজ্যের ৭২ আসনে ভাগ্যপরীক্ষা

(ছবি istock)

তিন দফা ইতিমধ্যে শেষ হয়েছে।এবার চতুর্থ দফা।সাত দফায় বিভক্ত দেশের সপ্তদশ লােকসভা নির্বাচনে সােমবার দেশের ৯টি রাজ্যের ৭২ টি কেন্দ্রে ভােটগ্রহণ হবে।চতুর্থ দফায় প্রায় ১২ কোটি ৭৯ লক্ষ ভােটার ৯৬১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।আগের তিন দফার মতাে চতুর্থ দফাতেও স্বচ্ছ ও অবাধ ভােট করানাের দাবি তুলেছেন বিরােধীরা। চতুর্থ দফায় ৯টি রাজ্যের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের ১৭টি আসন,রাজস্থান ও উত্তরপ্রদেশে ১৩টি করে আসন,পশ্চিমবঙ্গে আটটি আসন,মধ্যপ্রদেশ ও ওড়িশায় ৬টি করে আসন, বিহারে পাঁচটি আসন,ঝাড়খণ্ডের তিনটি আসন এবং জম্মু-কাশ্মীরের কুলগ্রাম জেলার অনন্তনাগ কেন্দ্রে একটি মাত্র আসনে ভােটগ্রহণ হবে।একই সঙ্গে সােমবার ৪২টি বিধানসভা আসনে ভােট হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর বিধানসভা আসন, মধ্যপ্রদেশের ছিদওয়াড়া বিধানসভা আসন এবং উত্তরপ্রদেশের নিগাসিনা বিধানসভা আসনে উপনির্বাচনে ভােটগ্রহণ হবে।চতুর্থ দফাতেই এক ঝাঁক তারকা প্রার্থীর হবে ভাগ্য পরীক্ষা।তারকা প্রার্থীদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং,সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া,বাবুল সুপ্রিয়,মুনমুন সেন,শতাব্দী রায়,মহুয়া মৈত্র,সমাজবাদী পার্টির অখিলেশ সিং যাদবের স্ত্রী ডিমপল যাদব,বলিউড অভিনেত্রী উর্মিলা মাতােণ্ডকর, জেএনইউর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার প্রমুখ।

অন্যদিকে মহারাষ্ট্রের ১৭টি আসনের ভােটগ্রহণ রয়েছে মুম্বইয়ের ৬টি আসনে। অন্যদিকে বিহারের পাঁচটি আসনে তিনজন মহিলা প্রার্থী ও ২১ জন নির্দল প্রার্থী সহ মােট ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনের প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার ভােটার চতুর্থ দফার ভােটে নিজেদের মতামত দেবেন।আজ লােকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন।এই চতুর্থ দফার নির্বাচনে বাংলার আটটি লােকসভা কেন্দ্রে নির্বাচন হবে।এই কেন্দ্রগুলি হল বহরমপুর,কৃষ্ণনগর,রানাঘাট,বর্ধমান পূর্ব,বর্ধমান দুর্গাপুর,আসানসােল,বােলপুর,বীরভূম।আটটি লােকসভা কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচন করানাের লক্ষ্যে একশ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মােট ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বুথ নিরাপত্তার দায়িত্বে।বহরমপুর লােকসভা কেন্দ্রে মােট ভােটার সংখ্যা ১৬ লক্ষ ৩২ হাজার ৪৭ টি কৃষ্ণনগরে ১৬ লক্ষ ২৪ হাজার ৮৬৬ টি,রানাঘাটে ১৭ লক্ষ ৫৬ হাজার ৪৪৫ টি,বর্ধমান পূর্বে ১৬ লক্ষ ৯৫ হাজার ৫২৮টি,বর্ধমান দুর্গাপুরে ১৭ লক্ষ ৩২ হাজার ৪৩১ টি,আসানসােলে ১৬লক্ষ ১৪ হাজার ৯১৭ টি,বােলপুরে ১৭ লক্ষ ২ হাজার ৩৬৬ টি এবং বীরভূমে ১৬ লক্ষ ৯৬ হাজার ৮৫১ টি।এই আটটি লােকসভা কেন্দ্রের মধ্যে গতবার আসানসােল আসনে জয়ী হয়েছিল বিজেপি এবং বহরমপুরে জয়ী হয়েছিল কংগ্রেস বাকি ছয়টি আসনে রাজ্যের শাসক দল তৃণমূল জয়ী হয়।নির্বাচন কমিশন সূত্রে খবর বীরভূমে ৫০ শতাংশের বেশি বুথ স্পর্শকাতর।তাই বীরভূমের দিকে বাড়তি নজর রয়েছে কমিশনের।রাজ্যে আটটি আসনে নির্বাচন সুষ্ঠ করাতে ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থার পাশাপাশি মােট ৮৮টি কুইক রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে।কোনও রকম সমস্যা বা অভিযােগের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌছবে এই কুইক রেসপন্স টিম।রবিবার কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে বীরভূমের জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনার বিষয় নিয়ে বলে জানা যায়।পাশাপাশি বীরভূমে রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করে বলে খবর। চতুর্থ দফার নির্বাচনে মােট ভােটারের সংখ্যা হল ১ কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৪৯১।মােট বুথের সংখ্যা ৮ হাজার ৭২৩ টি।