রায়পুর, ১৭ ফেব্রুয়ারি– কফি আর সন্ত্রাস, কোনও সম্পর্ক খুঁজে পাবেন না। কিন্তু এবার সেই সম্পর্কই বাঁধতে চলেছে সরকার। নাশকতার সঙ্গে জড়িত যুবক-যুবতীদের সমাজের মূল স্রোতের ফেরাতে এবার কফি নাকি হাতিয়ার সরকারের।
বস্তার জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ২০ জমিতে পরীক্ষামূলকভাবে কফি চাষ শুরু করা হয়েছে। এই কাজে অংশ নিয়েছেন স্থানীয় তরুণ-তরুণীরা।
উদ্যানপালনের গবেষক কৃষ্ণা পাল সিং জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থবর্ষে কফি উৎপাদনের জন্য বস্তারকে বেছে নেওয়া হয়েছিল। মোট পাঁচ ধরনের কফির চাষ এই এলাকায় শুরু করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যারাবিকা ও রোবুস্টা প্রজাতির কফিও।
“মাওবাদী অধ্যুষিত এই এলাকায় কফি চাষ শুরু করা নিয়ে প্রথম থেকে সন্দিহান ছিলাম আমরা। চাষ শুরু হওয়ার পর মাও হামলা হলে কী ভাবে তা ঠেকানো যাবে, তা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা করা হয়। এই প্রকল্প সাফল্য পেলে গোটা এলাকার অর্থনীতি বদলে যাবে। শুধু তাই নয়, এই প্রকল্প সাফল্য পেলে গোটা ছত্তিশগড়েই মাও নাশকতা উল্লেখ্যভাবে কমে যাবে।” সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গবেষক কৃষ্ণা পাল সিং।