বন্দিদের মুক্তি দিতে, ইজরায়েলকে বড় শর্ত হামাসের!

ইজরায়েল:- ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আরও বাড়াতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে হামাস ১৬ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে। এরই মধ্যে হামাসের তরফে জানানো হয়েছে, তারা সব পণবন্দিকে মুক্তি দিতে তৈরি। তবে তার জন্য ইজরায়েলকে শর্ত মানতে হবে। সূত্রের খবর, জানা গিয়েছে, হামাসের কর্তা তথা গাজার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাসেম নইম দক্ষিণ আফ্রিকারয় বলেছেন, ইজরায়েল যদি তাদের হাতে বন্দি থাকা প্রায় সাত হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়, তাহলে তারা ইজরায়েলি সেনা-সহ সব বন্দিদের মুক্তি দিতে তৈরি। প্রসঙ্গত, ইজরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ষাটজন ইজরায়েলি পণবন্দি এবং ১৮০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, হামাসের যোদ্ধারা এই বছরের ৭ই অক্টোবর ইজরায়েল আক্রমণ করে। সেই আক্রমণে প্রায় বারোশো ইজরায়েলির মৃত্যু হয়। হামাস সেই সময় প্রায় আড়াইশোজনকে পণবন্দি করে। পাল্টা ইজরায়েল গাজায় হামলা চালায়। সেই হামলায় এখনও পর্যন্ত পনেরো হাজার মানুষের মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইজরায়েল ও হামাস তাদের ছদিনের যুদ্ধবিরতি আরও অন্তত একদিন বাড়তে  পারে বলে সম্মত হয়েছে। সূত্রের খবর, জানা গিয়েছে, কাতারের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। শত্রুতা বন্ধ করা এবং মানবিক সাহায্য পৌঁছে দিতে শর্তগুলি একই রকম রয়েছে। হামাস বুধবার ৩০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ১৬ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে। এবং জানা গিয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়েছে, ইজরায়েলকে চুক্তির শর্ত অনুযায়ী, কয়েকদিন আগে মহিলা ও শিশুদের একটি তালিকা দেওয়া হয়েছিল। সেই কারণে এই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।