কলকাতা , ২ ফেব্রুয়ারী — তাঁর বাবা তাঁর জীবনের সব থেকে বড় খুঁটি ছিলেন সেই বাবাকে ২০২২ সালে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছিলেন শ্রীলেখা মিত্র। সেই রেষ এখনও কাটেনি। কিন্তু যে যাবার তাকে তো মুক্তি দিতেই হবে তাই এবার সেই বাবাকেই ‘মুক্তি’ দিতে গয়া যাচ্ছেন অভিনেত্রী। নিজেই ফেসবুকে সে কথা জানিয়েছেন।
শ্রীলেখা লেখেন, ‘বাবাকে একেবারে মুক্তি দিতে গয়ার উদ্দেশে বেরোচ্ছি। এমন একটাও দিন যায়না, যেদিন বাবাকে স্বপ্নে দেখি না, মনে করি না। এই ক্ষতটা যে কী গভীর আমি তার তল খুঁজে পাইনা। আজও প্রত্যেকদিন বাবা বাবা করে কাঁদি।”
Advertisement
এখানেই থামেননি অভিনেত্রী। এরপর লেখেন নিজের মায়ের কথাও। বলেন, “মায়ের একটু অভিমান ছিল যে, আমি বাবাকে একটু বেশি ভালবাসি বলে। এখন যেটা আমার মেয়ের প্রতি আমার হয়। মা-বাবা মুক্ত হও আবার যেন দেখা হয়। তোমরা যাওয়ার পর থেকে আমি আর ভাল নেই।”
Advertisement
Advertisement



