ফের শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারকে চিঠি
কাঁথি–ফের কাঁথির সাংসদ শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি। এ বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দ্রুত দলত্যাগী বিরোধী আইনের আওতায় এ বিষয়ে স্পিকার সিদ্ধান্ত গ্রহণ করেন তার আবেদন করে এই চিঠিটি তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। উল্লেখ্য তৃণমূলের দাবি, বছর পার হতে চলল, তা সত্ত্বেও এ বিষয়ে