• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১৪০ কোটিতে নিলাম টিপুর তরবারি

লন্ডন, ২৬ মে– ১৭৭৫ থেকে ১৭৭৯ সাল পর্যন্ত মারাঠাদের বিরুদ্ধে একাধিক বার লড়েছিলেন টিপু সুলতান।সেই সব যুদ্ধের সাক্ষী ছিল টিপু সুলতানের তরবারি। অন্যতম গুরুত্বপূর্ণ এই তরবারিটি আঠারো শতকে একাধিক যুদ্ধে জয় এনে দিয়েছিল তাঁকে। সম্প্রতি লন্ডনের অকশন হাউস বনহামস নিলামে তুলেছিল আঠারো শতকের মহীশূরের শাসক টিপু সুলতানের তরবারি। সংস্থাটি শুক্রবার জানিয়েছে, নিলামে তারা যে অঙ্কের

লন্ডন, ২৬ মে– ১৭৭৫ থেকে ১৭৭৯ সাল পর্যন্ত মারাঠাদের বিরুদ্ধে একাধিক বার লড়েছিলেন টিপু সুলতান।সেই সব যুদ্ধের সাক্ষী ছিল টিপু সুলতানের তরবারি। অন্যতম গুরুত্বপূর্ণ এই তরবারিটি আঠারো শতকে একাধিক যুদ্ধে জয় এনে দিয়েছিল তাঁকে। সম্প্রতি লন্ডনের অকশন হাউস বনহামস নিলামে তুলেছিল আঠারো শতকের মহীশূরের শাসক টিপু সুলতানের তরবারি। সংস্থাটি শুক্রবার জানিয়েছে, নিলামে তারা যে অঙ্কের অর্থ উঠবে বলে অনুমান করেছিল, তার প্রায় সাত গুণ দাম উঠেছিল।

‘বনহামস’-এর ইসলামিক ও ভারতীয় শিল্পকলা ও নিলাম বিষয়ক প্রধান অলিভার হোয়াইট জানিয়েছেন, এই তরবারি টিপু সুলতানের প্রাসাদের একটি ব্যক্তিগত কক্ষে পাওয়া গিয়েছিল।