কলকাতা, ১ এপ্রিল – শনিবার থেকে ছুটিতে গেলেন তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়। শুক্রবার ওসির বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। তারপরই ওসির ছুটিতে চলে যাওয়ায় প্রশ্ন উঠছে। শুক্রবারের ঘটনার জেরেই ওসিকে ছুটিতে পাঠানো হল বলে কোন কোন মহলে অনুমান। যদিও পুলিশের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। পুলিশ সূত্রে খবর, শনিবার থেকে ছুটিতে গেছেন ওসি বিশ্বক মুখোপাধ্যায় । শুক্রবারের ঘটনার তদন্তের জন্য শনিবার সকালে গুন্ডাদমন শাখার এসি সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একটি তদন্তকারী দল তিলজলা থানায় যায় ।
এদিকে শুক্রবার তিলজলায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন যখন যায়, প্রায় একই সময়ে সেখানে গিয়ে পৌঁছয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দল। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের দাবি, জাতীয় শিশু সুরক্ষা কমিশন পরিবারের সঙ্গে কথা বলে এমন ধারণা তৈরী করতে চাইছে যাতে রাজ্যের বদনাম হয়। পাল্টা প্রিয়ংকের প্রশ্ন, এই রাজ্যের পুলিশ বা কমিশন আসল তথ্য লুকোতে চাইছে। পরে সাংবাদিক সম্মেলনে করে প্রিয়ঙ্ক বলেন, ‘বাংলার পরিস্থিতি সাংঘাতিক জায়গায় পৌঁছেছে। পুলিশ গায়ে হাত তুলছে। পুলিশ যদিও এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
তিলজলা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশন। প্রিয়াঙ্ক কানুনগোর অভিযোগের ভিত্তিতে ওসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ।