• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তৃতীয়ায় শহরে মানুষের জোয়ার 

কলকাতা , ১৮ অক্টোবর –  উৎসবের আনন্দে গা ভাসাতে পথে মানুষের ঢল। একদিকে অফিসফেরত নিত্যযাত্রীদের ভিড়, অন্যদিকে ঠাকুর দেখার ভিড় – এই দুইয়ে মিলে দুর্গাপুজোর চতুর্থীর সন্ধ্যা থেকে যানজটে নাকাল তিলোত্তমা নগরী। রাস্তায় স্রোতের মতো মানুষ।  তাঁদের  সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। রাস্তায় থমকে যাচ্ছে গাড়ি চলাচল।  মহালয়া থেকেই বহু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতায়।

কলকাতা , ১৮ অক্টোবর –  উৎসবের আনন্দে গা ভাসাতে পথে মানুষের ঢল। একদিকে অফিসফেরত নিত্যযাত্রীদের ভিড়, অন্যদিকে ঠাকুর দেখার ভিড় – এই দুইয়ে মিলে দুর্গাপুজোর চতুর্থীর সন্ধ্যা থেকে যানজটে নাকাল তিলোত্তমা নগরী। রাস্তায় স্রোতের মতো মানুষ।  তাঁদের  সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। রাস্তায় থমকে যাচ্ছে গাড়ি চলাচল।  মহালয়া থেকেই বহু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতায়। সেই সব পুজোর প্রতিমা এবং মণ্ডপ দেখার ভিড় জমতে শুরু করেছে প্রতিপদ থেকেই। পুজো যত এগিয়ে আসছে ভিড়ের মাত্রা ততই বাড়ছে। 

উত্তরে শ্রীভূমি স্পোর্টিংয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল, সিংহী পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, নাকতলা সার্বজনীনের মতো জনপ্রিয় পুজোগুলিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।  সকাল থেকে রাত পর্যন্ত ভিড়ে ঠাসা বিখ্যাত পুজোগুলির মণ্ডপ চত্ত্বর। তারই  মধ্যে গড়িয়াহাটে এখনও কেনাকাটার ভিড়ে পা ফেলা দায়। গড়িয়াহাটের কাছেই দেশপ্রিয় পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ, বিজন সেতুতে রয়েছে রয়েছে যানজট। অত্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। একই অবস্থা শ্রীভূমি যাওয়ার রাস্তাতেও। যদিও পুজোর ভিড় সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। তাই তৃতীয়া থেকেই  এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে তারা।