• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

ওড়িশায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত তিন মাওবাদী নেতা

ভুবনেশ্বর , ৯ মে  – ওড়িশা কালাহান্ডির জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত তিন জন মাওবাদী নেতা। ওড়িশা পুলিশের ডিজি সুনীল বনশল এ কথা জানান।  তিনি বলেন,  ‘‘মঙ্গলবার সকালে পুলিশি টহলদারির সময় কালাহান্ডি এবং কন্ধামল জেলার সীমানা ঘেঁষা  এলাকার জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।’’ মাওবাদীদের গুলিতে পুলিশের এক আধিকারিক আহত হন।  আহত পুলিশ আধিকারিককে বোলাঙ্গিরের ভীমা

ভুবনেশ্বর , ৯ মে  – ওড়িশা কালাহান্ডির জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত তিন জন মাওবাদী নেতা। ওড়িশা পুলিশের ডিজি সুনীল বনশল এ কথা জানান।  তিনি বলেন,  ‘‘মঙ্গলবার সকালে পুলিশি টহলদারির সময় কালাহান্ডি এবং কন্ধামল জেলার সীমানা ঘেঁষা  এলাকার জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।’’ মাওবাদীদের গুলিতে পুলিশের এক আধিকারিক আহত হন।  আহত পুলিশ আধিকারিককে বোলাঙ্গিরের ভীমা ভোই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে বনশল জানান। ঘটনার পরেই মাওবাদী দমনে প্রশিক্ষিত ওড়িশা পুলিশের বাহিনী এসওজি-র সদস্যরা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে।