• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

আগে বুস্টারের পর ন্যাজাল ভ্যাকসিনে না কেন্দ্রের 

দিল্লি, ২৮ ডিসেম্বর– চিনে করোনার সুনামির পর অতি সতর্ক ভারত। অবশ্য ইতিমধ্যে ভারতেও মিলেছে গুটিকতক মানুষের মধ্যে। সেই প্রকোপ রুখতে আগেভাগেই করোনার চতুর্থ টিকাও বাজারে দ্রুত আনতে চলেছে ভারত সরকার । ভারত বায়োটেকের তৈরি এই টিকা সূঁচ ফুটিয়ে নিতে হবে না, এটি নাকে দেওয়ার ড্রপের মতো । কেন্দ্রের ভ্যাকসিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই টিকা হল সেকেন্ড

দিল্লি, ২৮ ডিসেম্বর– চিনে করোনার সুনামির পর অতি সতর্ক ভারত। অবশ্য ইতিমধ্যে ভারতেও মিলেছে গুটিকতক মানুষের মধ্যে। সেই প্রকোপ রুখতে আগেভাগেই করোনার চতুর্থ টিকাও বাজারে দ্রুত আনতে চলেছে ভারত সরকার । ভারত বায়োটেকের তৈরি এই টিকা সূঁচ ফুটিয়ে নিতে হবে না, এটি নাকে দেওয়ার ড্রপের মতো । কেন্দ্রের ভ্যাকসিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই টিকা হল সেকেন্ড বুস্টার যা করোনার নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাবে। কিন্তু এই চতুর্থ টিকা নেওয়ার ক্ষেত্রেই দেখা দিয়েছে কিছু বিভ্রান্ত্রি। করা নিতে পারবে, কখন নিতে পারবে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই সব প্রশ্নের জবাবে কেন্দ্রের ভ্যাকসিন বিশেষজ্ঞ তথা কোভিড প্যানেলের প্রধান ডা. এনকে অরোরা জানালেন, এই টিকা নেওয়ার অনেক নিয়ম আছে।

ভারত বায়োটেকের তৈরির এই ন্যাজাল ভ্যাকসিনের নাম ইনকোভ্যাক, যা গত সপ্তাহে কোউইন প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেভাবে আগের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছিল, সেভাবে কোউইন পোর্টালে স্লট বুক করে এই বুস্টার টিকা নেওয়া যাবে। তবে ডা. অরোরা বলছেন, সবাই এই টিকা নিতে পারবেন না। যাঁরা একবার বুস্টার ডোজ নিয়ে নিয়েছেন তাঁরা দ্বিতীয়বার সেকেন্ড বুস্টার বা কোভিডের এই চতুর্থ টিকা নিতে পারবেন না।

ভ্যাকসিন বিশেষজ্ঞের মত, বার বার একই রকম টিকার বুস্টার নিলে শরীর সেই অ্যান্টিজেনের সঙ্গে খাপ খাইয়ে নেবে। পরবর্তী সময়ে ভাইরাসের শরীর থেকে সেই আন্টিজেন ঢুকলে তার বিরুদ্ধে আর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না শরীর। এই কারণেই এমআরএনএ ভ্যাকসিন পরপর নয়, ৬ মাসের ব্যবধানে দেওয়া হত। বিশেষজ্ঞের মতে, যাঁরা একবার বুস্টার নিয়েছেন বা কিছুদিন আগেই নিয়েছেন, তাঁরা আর ন্যাজাল ভ্যাকসিন নেবেন না। কারণ এতে আর কোনও কাজ হবে না। যদি প্রথমবার বুস্টার ডোজ নিতে হয়, তাহলে এই ন্যাজাল টিকা নেওয়া যেতে পারে।