বেঙ্গালুরু, ২৮ এপ্রিল– কথা-কুকথার যেন প্রতিযোগিতা শুরু হয়েছে কংগ্রেস-বিজেপি জুড়ে। মোদিকে বিষধর সাপ বলে ইতিমধ্যেই বিতর্কে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর ইতিমধ্যে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে ‘বিষকন্যা’ এবং ‘পাকিস্তানের ও চিনের চর’ বললেন কর্নাটকের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বসনগৌড়া পাতিল ইয়াতমল! প্রাক্তন মন্ত্রীর এই কথার পর শুরু হয়ে গিয়েছে বিতর্কের ঝড়।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার কালবুর্গিতে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন। পরে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন খাড়গে । নিজের বক্তব্যকে একটু ঘুরিয়ে খাড়গে জানান, মোদী নয়, আসলে বিজেপিই বিষাক্ত সাপের মতো। মুখ ছোঁয়ালেই অবধারিত মৃত্যু!