কলকাতা, ৩০ মার্চ – কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোর করে তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বার করার চেষ্টা করছে। বৃহস্পতিবার আদালতে পেশের আগে অভিযোগ করলেন দুর্নীতিকান্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। ঠিক এমন উক্তিই বুধবার শহিদ মিনারের মঞ্চ থেকে বলতে শোনা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন একই সুরে অভিযোগ করলেন কুন্তল। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার আগে কুন্তল ঘোষকে প্রশ্ন করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার প্রসঙ্গে শহিদ মিনারে যা বলেছেন,তা নিয়ে তাঁর কি বক্তব্য ? তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বের করার চেষ্টা করছে।” দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও একথা বলেন তিনি। সাংবাদিকদের পরবর্তী প্রশ্ন ছিল, কাদের নাম বের করার চেষ্টা করছে? কুন্তল বলেন, “আমাদের যত নেতা আছে, তাঁদের নাম বের করার চেষ্টা করছে। বলপূর্বক চেষ্টা করছে।” প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বের করার চেষ্টা করছে? কুন্তলের উত্তর, ‘অবশ্যই’।