মুম্বাই, ১৭ মার্চ – শুল্ক দফতরের আইনভঙ্গ করে বিদেশ থেকে বহুমূল্য সামগ্রী আমদানি করেছিল মুম্বাইয়ের এক সংস্থা। আইনভঙ্গের অভিযোগে ওই সামগ্রী বাজেয়াপ্ত করেন শুল্ক দফতরের আধিকারিকেরা। সেগুলি সিলবন্দি কন্টেনারে শুল্ক দফতরের গুদামে রাখা হয়। শুল্ক দফতরের আধিকারিকদের বাজেয়াপ্ত করা ৫৬ কোটি টাকার বহুমূল্য সেই সমস্ত সামগ্রী চুরির অভিযোগে এক এজেন্টকে গ্রেফতার করলেন রাজস্ব বিভাগের গোয়েন্দারা। কয়েকজনের সঙ্গে যোগসাজশে ওই সব সব সামগ্রী আত্মসাৎ করা হয় বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, চুরির অভিযোগে ধৃত অক্ষয়শঙ্কর মুম্বাইয়ের ঘাটকোপরের বাসিন্দা। শুল্ক দফতরের আইনভঙ্গ করে বিদেশ আমদানি করা বহুমূল্য সামগ্রী আমদানি করেছিল অক্ষয় লজিস্টিক নামে মুম্বইয়ের এক সংস্থা। আইনভঙ্গের অভিযোগে ওই সামগ্রী বাজেয়াপ্ত করে শুল্ক দফতরের আধিকারিকেরা সিলবন্দি কন্টেনারে শুল্ক দফতরের গুদামে রাখেন। অভিযোগ , ৩টি কন্টেনারের তালা ভেঙে সুপারি, গোলমরিচ, এবং বহু সামগ্রী চুরি করেন অক্ষয় ও তাঁর দলবল, যার আনুমানিক মূল্য ৫৬ কোটি টাকা। এর পর বেআইনি ভাবে সেগুলি স্থানীয় বাজারে পাচার করে দেওয়া হয় । তদন্তে মুম্বাইয়ের ওই সংস্থার সঙ্গে অক্ষয়ের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।